Monday 20 July 2015

বাবার চশমা

                 লিওর পছন্দ অপছন্দ ভারী অদ্ভুত । অন্তত বড়দের বোধগম্য নয় অনেক সময় । এই তো কদিন থেকে দেখা যাচ্ছে লিয়র অন্যতম প্রিয় খেলনা হচ্ছে বাবার চশমা ! বাচ্চাদের চশমার প্রতি একটা আকর্ষণ থাকেই । তাই এতে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু লিয়র বাবার কাছে যেটা অবাক লাগে যে লিও কতটা আগ্রহের সাথে চশমাটা ধরতে চায় । এর একটা বৈজ্ঞানিক ব্যখ্যা ভাবে লিয়র  বাবা । সাধারণত যা কিছু ধরতে মানা, তার প্রতি বেশি আগ্রহটাই স্বাভাবিক । যেহেতু লিয়র বাবা চশমাটা চট করে দিতে চায় না ছেলেকে, লিয়র তাই চশমার প্রতি একটা বাড়তি আকর্ষণ আছে । তবু লিয়র বাবার মনটা খচখচ করে, ব্যখাটা কাছাকাছি হলেও অসম্পূর্ণ মনে হয় তার । কারণ চশমা ছাড়াও অন্য অনেক কিছু আছে যা সহজে দেওয়া হয় না লিযকে, অথবা দিলেও খুব চটপট নিয়ে নেযা হয় । এইতো সেদিন, ল্যাপটপের power supply তারটাকে মুখে পোরার চেষ্টা করছিল । ছেলের বুদ্ধি নাকি ব্যপারটা কাকতালীয়, লিও power chord -টা নিজে থেকে বের করে মুখে পুরতে যাচ্ছিল । সেই দৃশ্য দেখে লিয়র  বাবা দুই হাত দূরে চেয়ার থেকে এক ঝাঁপে লিয়র মুখ থেকে সেই তার বের করে একটা কড়া  বকুনি দিল, আর তারটাকে যথাস্থানে গুঁজে দিল ।লিও যে তারপর কোনোদিন সেই তারটাকে ধরতে চায় নি তা নয়, লিয়র বাবার মতে চশমার প্রতি আগ্রহের তীব্রতাটা অনেক বেশি ।

                এর মধ্যে লিয়র গ্লাসগোতুতো জ্যেঠু ওরফে N-দা হাসপাতলে ভর্তি হলো । বৃহদন্ত্রের শেষ অংশটা কেটে বাদ দিতে হলো infection ছড়িয়ে পরবার আগেই ।এখন ভালো আছে N-জ্যেঠু, আগের থেকে অনেকটা সুস্থ, হাসপাতাল থেকেও বাড়ি ফিরে এসেছে । তাই এই রবিবার লিয়র বাবারা সবাই মিলে N-জ্যেঠুকে দেখতে গেল । সেখানে সন্ধ্যেটা কাটিয়ে লিয়রা যখন ফিরল, লিও এক ঘুম দিয়ে দিয়েছে গাড়িতে । তেল মেখে চান করবার সময় এটা লিয়র । মা তাই এসেই চানের সরঞ্জাম করতে লেগে পড়ল । লিয়র বাবা এসে দক্ষিণ দিকের জানলাটা খুলে লিযকে কোলে নিয়ে দাঁড়ালো । লিয়র চোখে ঘুম-ঘুম, আর পারলে লিয়র বাবাও একটু গড়িয়ে নেয় । এই জানলাটা লিয়র খুব প্রিয়, অনেক পাখি দেখা যায় । কিন্তু এখন সব পাখিই যে যার বাসায় ফিরে গেছে । লিয়র বাবা ঘাড় ঘুরিয়ে দেখল লিও একটা স্মিত হাসি নিয়ে বাবার দিকে চেয়ে আছে । ক্ষনিকের জন্য লিয়র বাবার মনে হলো লিও বুঝি চশমাটা চাইছে । ক্লান্ত পিতা চশমাটা আজকে নিজে থেকেই খুলে হাতে ধরল । কিন্তু লিও চশমাটা নিল না ! হাসি মুখে চেয়ে রইল বাবার দিকে । তবে কি লিও কিছু বলতে চাইছে ? তুচ্ছ চশমা নয়, দিনের শেষে লিয়র চোখে মুখে সেদিন যেন অন্য কথা ছিল ।
 


No comments:

Post a Comment